The Hairy Ape Bangla Summary | 1st to Last | Read right now

The Hairy Ape Bangla Summary

“The Hairy Ape” ১৯২২ সালে প্রকাশিত আমেরিকান নাট্যকার ইউজিন ও’নীলের (Eugene O’Neill) লেখা একটি এক্সপ্রেসনিস্ট প্লে (Expressionist play হল নাটক, গঢ় বা ছবি আঁকানোর একটি কৌশল যার মাধ্যমে বাহ্যিক পৃথিবীর প্রভাবকে বাদ দিয়ে লেখক বা শিল্পী আবেগময় অভিজ্ঞতাগুলোকে প্রকাশ করার চেষ্টা করেন) । নাটকটিতে ইয়াঙ্ক (Yank) নামের একজন শক্তিশালী সমুদ্র জাহাজ শ্রমিকের গল্প বলা হয়েছে যে জীবন নিয়ে খুব-একটা চিন্তা করত না, কিন্তু একটা পর্যায়ে সে সমাজের উচ্চ বিত্তদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত পৃথিবীতে নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে থাকে । ইয়াঙ্ক একজন স্টোকার (stoker- যারা সামুদ্রিক বাষ্প চালিত জাহাজের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ করে) । সে অনেক শক্তিশালী এবং বাকি শ্রমিকদের নেতা । The Hairy Ape Bangla Summary

নাটকের শুরুতে সে নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট ছিল; সহকর্মীদের এবং জাহাজের ইঞ্জিন নিয়ন্ত্রনে নিজের সামর্থের ওপর তার পূর্ণ আস্থা ছিল কিন্তু যখন একজন ইস্পাত ব্যবসায়ী শিল্পপতির মেয়ে তাকে নোংরা জানোয়ার (filthy beast) বললে সে মানষিকভাবে ভেঙ্গে পড়ে এবং অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করে । জাহাজ ছেড়ে সে ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ে (Manhattan নিউ ইয়র্কে অবস্থিত) ঘুরতে থাকে এবং সেখানকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে যার ফলে পুলিশ তাকে গ্রেফতার করে । মুক্তি পেয়ে সে ওয়াটারফ্রন্টের শ্রমিক সংগঠনে যোগ দেয় যারা তাকে গোয়েন্দা ভেবে দল থেকে বের করে দেয় । নাটকের শেষের দিকে সে একটা চিড়িয়াখানায় যায় এবং একটা গোরিলার সাথে নিজের তুলনা করতে থাকে; একপর্যায়ে সে গরিলাটার খুব কাছাকাছি চলে যায় এবং গরিলাটা তাকে মেরে ফেলে । নাটকটিতে মূলত ইয়াঙ্কের ওপর শিল্পায়ন এবং সামাজিক স্তরভেদের প্রভাবটা দেখতে পাই । The Hairy Ape Bangla Summary

দৃশ্য ১

নিউ ইয়র্ক থেকে ছেড়ে আসা আটলান্টিক মহাসাগরে অবস্থানরত একটি যাত্রীবাহী জাহাজের fireman’s forecastle এ (শ্রমিকদের থাকার স্থান) নাটকটি শুরু হয় । কাজের বিরতিতে থাকা ফায়ারম্যানরা (fireman- যারা সামুদ্রিক বাম্প চালিত জাহাজের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ করে) গল্প করছে, বিয়ার খাচ্ছে এবং গান করছে । ইয়াঙ্ককে শ্রমিকদের নেতা হিসেবে দেখা যায় । তার জাহাজের ইঞ্জিন পরিচালনা করতে এবং নিজ পারিপার্শিক পরিবেশ নিয়ন্ত্রন করতে নিজের শারীরিক ক্ষমতার ওপর ইয়াঙ্কের পূর্ণ আস্থা ও ও আত্মবিশ্বাস আছে । সে লং এবং প্যাডি নামক তার দুজন সহকর্মীর উপর কিছুটা রাগ প্রকাশ করে । লং সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন একজন ইংরেজ আর প্যাডি একজন বৃদ্ধ আইরিস যে আবেগআপ্লুতভাবে পাল তোলা নৌকা চলাকালীন দিনের কথা মনে করে ।

দৃশ্য ২

মিলড্রেড ডগলাস (একজন ইস্পাত ব্যবসায়ী শিল্পপতির মেয়ে) তার আন্টির সাথে উপরে জাহাজের ডেকে (Deck) সানবাথ করছে আর নিজেদের মধ্যে কথা বলছে । মিলাড্রেডের সমাজসেবা করার ইচ্ছা নিয়ে তাদের বিতর্ক চলছিল । তাদের আলোচনার মাঝে দুইজন অফিসার আসলে তারা আলোচনা থামায় । মিলড্রেডকে ডেকে নিচে ফায়ারম্যানদের কাজ দেখতে নিয়ে যাওয়ার জন্য এই দুই অফিসার এসেছে । তার আন্টি বুঝতে পারে না কেনো মিলড্রেড গরিবদের সহায্য করে চায় বা সমাজসেবা করতে চায় । আন্টির সাথে কথা শেষে মিলড্রেড ডেকের নিচে শ্রমিকদের কাজের জায়গায় যায় ।

দৃশ্য ৩

স্টোকহোলে (Stokehole) বা ফায়ারম্যানদের কর্মস্থলে ইয়াঙ্ক ও বাকি শ্রমিকরা গনের সাথে নিজেদের কাজ করছে । মিলড্রেডকে আসতে দেখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় যার ফলে দুইজন ইঞ্জিনিয়ার শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বলে । মিলড্রেড এসেছে ইয়াঙ্ক সেটা খেয়াল করে না বরং সে ঐ দুজন ইঞ্জিনিয়ারকে ধমকায় যারা তার শ্রমিকদের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ চালিয়ে যেতে বলছিলো । শ্রমিকদের কাজ বন্ধের কারণ বুঝতে না পেরে ইয়াঙ্ক পেছনে তাকায় এবং মিলড্রেডকে দেখতে পায় । ইয়াঙ্ককে এমন ময়লা ও রাগান্বিত অবস্থায় দেখে মিলড্রেড ভয় পায় এবং তাকে নোংরা জানোয়ার (Filthy beast) বলে আর অজ্ঞান হয়ে যায় । The Hairy Ape Bangla Summary

দৃশ্য ৪

আবারো ফায়ারম্যানদের থাকার জায়গায় । স্টোকহোলের ঘটনাটা নিয়ে ইয়াঙ্ক শোরগোল কছে । বাকিরা তার রাগের কারণ বুঝতে চেষ্টা করছে, তারা ইয়াঙ্ককে জিজ্ঞাসা করে সে প্রেমে পড়েছে কি না । এদিকে ইয়াঙ্ক রাগ করে ফুটছে মিলড্রেড তাকে নোংরা জানোয়ার বলেজে তাই; যেটা পরবর্তি সময়ে লোমওয়ালা উল্লুকে (Hairy Ape) পরিনত হয় । আগে প্রতিশোধ নিতে সে মিলড্রেডের কাছে যেতে চায় কিন্তু দরজা পর্যন্ত পৌছানোর আগেই অন্যরা তাকে ধরে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয় । ইয়াঙ্ককে তারা ধরে মেঝেতে ফেলে দেয় ।

দৃশ্য ৫

তিন সপ্তাহ পরে জাহাজ আবার নিউ ইয়র্কে ফিরে এসেছে; ইয়াঙ্ক এবং লং নিউ ইয়র্কে ফিরে এসেছে । তারা শহরের পরিচ্ছন্নতার প্রসংশা করে এবং কিভাবে উচ্চ সামাজিক পর্যায়ের মানুষদের আক্রমন করবে সেই বিষয়ে আলোচনা করছে । মিলড্রেডের ওপর প্রতিশোধ নেওয়ার ভাবনা এখনো পুরোপুরিভাবে ইয়াঙ্কের মাথা থেকে যায়নি । ইয়াঙ্ক কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, এটা দেখে লং অখান থেকে চলে যায় । ইয়াঙ্ক একজন লোকের মুখে ঘুষি মারে আর ফলে তাকে পুলিশ গ্রেফতার করে । The Hairy Ape Bangla Summary

Read More: Young Goodman Brown Bangla Summary

দৃশ্য ৬

সেদিন রাত থেকে ইয়াঙ্ক ব্লাকওয়েল দ্বীপের (Blackwell’s Island) জেলে ৩০ দিনের সাজা খাটতে শুরু করে । জেলটাকে ইয়াঙ্ক একটা চিউয়াখানার সাথে তুলনা করে এবং অনা কয়েদীদের বলে কিভাবে সে বিত্তবাননের ওপর প্রতিশোধ নিবে । কয়েদীদের একজন তাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কাস অফ দ্যা ওয়ার্ল্ড নামের সংগঠনে কথা বলে এবং তাকে এই সংগঠনে যোগ দেওয়ার পরামর্শ দেয় । মিলড্রেড এবং তার বাবার কথা চিন্তা করে রাগে ইয়াঙ্ক জেলের বারগুলো ভাজ করে ফেলে এবং পালানোর চেষ্টা করে । কিন্তু জেলের গার্ডরা তাকে ধরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

দৃশ্য ৭

একমাস পরে জেল থেকে ছাড়া পেয়ে ইয়াঙ্ক ইন্টারন্যাশনাল ওয়ার্কাস অফ দ্যা ওয়ার্ল্ড এর অফিসে যায় এবং তাদের দলে যোগ দেয় । স্থানীয় সদস্যরা প্রথমে তাকে পেয়ে খুশিই হয় কারণ তাদের সংগঠনে ফায়ারম্যানদের সংখ্যা অনেক কম । কিন্তু যখন সে স্টিল এর কারখানাটি উড়িয়ে দেওয়া কথা বলে সবাই তাকে সরকারি গোয়েন্দা ভাবে এবং দল থেকে বের করে দেয় । রাস্তায় একজন পুলিশের সাথে তার দেখা হয় কিন্তু পুলিশ তাকে গ্রেফতার না করে চলে যেতে বলে । The Hairy Ape Bangla Summary

দৃশ্য ৮

পরের দিন রাতে ইয়াঙ্ক চিড়িয়াখানায় যায় । সে একটা গরিলাকে দেখে তাবে তারা দুজনে একই রকম । সে তার প্রতি সমবেদনা অনুভব করে। সে গরিলাটার খাঁচা খুলে বন্ধুর মতো তার সাথে কথা বলতে যায় । গরিলাটা তাকে আক্রমন করে এবং বুকের হাড় ভেঙ্গে ফেলে মারাত্মকভাবে আহত করে । তারপর খাঁচার ভিতর ছুড়ে মারে । সেখানেই সে মারা যায় ।

Characters of The Hairy Ape

Robert ‘Yank’ Smith

নাটকের প্রধান চরিত্র, তার প্রকৃত নাম বব স্মিথ (Bob Smith) । তার জন্ম হয় Brooklyn waterfront-এ । পিতার মার ও মাতা-পিতার ঝগড়া থেকে বাচতে সে বারি থেকে পালিয়ে যায় । সে একজন ব্রিটিশ এবং সে সামুদ্রিক জাহাজে স্টোকারের (stoker- যে আগুনে কয়লা ঢালে) কাজ করে । শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় সে ছিল বাকি শ্রমিকদের নেতা । তার মনে হয় উচ্চ পর্যায়ের মানুষরা তাদের কাজে ঠিকমত কদর করে না তাই সে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর চেষ্টা করে । মিলড্রেডের সাথে ঝগড়া হওয়ায় সন্দেহ ও রাগের এক ভয়ঙ্কর ঘূর্ণাবর্তে বড়ে যায় সে ।

Paddy

জাহাজের একজন আইরিশ শ্রমিক (stoker) । সে তাদের কাজে একঘেয়েমিতার বিষয়টা বুঝতে পারে এবং সে পুজিবাদী সমাজের স্তরবিন্যাস সম্পর্কেও সচেতন । তাকে যৌক্তিক আওয়াজের প্রতীক হিসেবে দেখা যেতে পারে । নাটকের মধ্যম পর্যায়ে যখন ইয়াঙ্ক বিদ্রোহ শুরু করে, তখন থেকে আমরা এই চরিত্রটাকে আর দেখতে পাই না । ইয়াঙ্কের উপর তার কিছুটা প্রভাব ছিল ।

Long

জাহাজের আরো একজন শ্রমিক যার সাথে ইয়াঙ্ক ফিফথ এভিনিউয়ে (Fifth avenue) যায় । ফিফথ এভিনিউয়েই ইয়াঙ্ক উচ্চ শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে ।

Mildred Douglas

একজন ধনীর দুলালী ও সামাজিক অবস্থান ছিল উঁচু পর্যায়ে । সে সমাজসেবা করার ইচ্ছা পোষণ করে । মিলড্রেড জাহাজে ইয়াঙ্ককে কাজ করতে দেখে অজ্ঞান হয়ে যায় । ইয়াঙ্ককে দেখে ভয় পেয়ে সে তাকে নোংরা জানোয়ার (Filthy beast) বলে যার ফলে পরবর্তীতে ইয়াঙ্কের মনে বিত্তবানদের প্রতি বিদ্রোহের জন্ম হয় ।

The Secretary

ইন্টারন্যাশনাল ওয়ার্কাস অফ দি ওয়ার্ড নামের শ্রমিক সংগঠনের সেক্রেটারি । সে ভাবে ইয়াঙ্ক সরকারি গোয়েন্দা এবং তাকে শ্রমিক সংগঠন থেকে বের করে দেয় ।

Leave a Comment