Beloved Bangla Summary | 1st to Last

Beloved Bangla Summary

[Toni Morrison-এর Beloved নামক উপন্যাসটিতে আমরা দাস প্রথা চলাকালীন (১৯ শতকের) সময়ের যুক্তরাষ্ট্রের সম্পর্কে জানতে পারি । এখানে সিথি নামের একজন আফ্রিকান বংশোদ্ভূত মহিলার দাসত্বের জীবন থেকে মুক্তির গল্প বলা হয়েছে । উপন্যাসটি ১৯৮৮ সালে পুলিৎজার পুরস্কার পায় ।]

উপন্যাসটি শুরুর স্থান ১৮৭৩ সালে যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের (Ohio) সিনসিনাটি (Cincinnati) যেখানে সিথি (Sethe) নামের একজন সাবেক দাস তার ১৮ বছর বয়সী মেয়ে ডেনভারের (Denver) সাথে বসবাস করত । সিথির শাশুড়ি বেবি সাগস (Baby Suggs) ৮ বছর আগে মারা যান এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি সিথিদের সাথে বসবাস করত । বেবি সাগসের মৃত্যুর কিছুদিন পূর্বে সিথির ২ ছেলে হাওয়ার্ড (Howard) ও বাগলার (Buglar) বাড়ি থেকে বেরিয়ে যায় । ১২৪ ব্লু স্টোন রোডের (Bluestone Road) বাড়িতে একটি প্রেতাত্মার উপস্থিতির কারণেই সিথির দুই ছেলে বাড়ি ছাড়ে । ডেনভার প্রেতাত্মাটিকে পছন্দ করত এবং সবার ভাবে এটি তার মৃত বোনের আত্মা ।

উপন্যাস এর শুরুতে প্রায় ২০ বছর পরে পল ডি (Paul D) সিথির বাড়িতে আসে । কেন্টাকিতে (Kentucky) মি. গার্নারের (Mr. Garner) সুইট হোম প্ল্যানটেশনে (Sweet Home plantation) পল ডি সিথির সহকর্মী ছিল । তার উপস্থিতি সিথির মনে প্রায় ২০ বছর ধরে ঘুমিয়ে থাকা স্মৃতিগুলোকে আবার জাগিয়ে তোলে । এখান থেকে গল্পটি দুইটি ভাগে বিভক্ত হয় । একদিকে সিনসিনাটিতে বর্তমানে ঘটা ঘটনার বর্ণনা দেওয়া হয় এবং অপরদিকে প্রায় ২০ বছর আগে কেন্টাকিতে ঘটা একগুচ্ছ ঘটনার বর্ণনা দেওয়া হয় । এই দ্বিতীয় অংশের বর্ণনা প্রধান চরিত্রগুলোর খণ্ড খণ্ড স্মৃতির মাধ্যমে আমরা জানতে পারি । এই স্মৃতি গুলো ভিন্ন ভিন্ন চরিত্রের বর্ণনার মাধ্যমে বার বার আমাদের সামনে আসে এবং প্রতি নতুন বণর্নাতে পূর্বের সাথে নতুন নতুন কিছু তথ্য যোগ হয় । Beloved Bangla Summary

এই খণ্ড খণ্ড স্মৃতিগুলো থেকেই নিচের ঘটনাগুলো পাওয়া যায়:

উপন্যাসের প্রধান চরিত্র সিথি এক আফ্রিকান মায়ের কোলে জন্মায় যাকে সে চেনে না । ১৩ বছর বয়সে তাকে সুইট হোম উপনিবেশের মালিক জনাব গার্নারের কাছে দাস হিসেবে বিক্রয় করে দেওয়া হয় । মি. গার্নার তুলনামূলকভাবে একজন সহৃদয় ব্যক্তি । সুইট হোমে পুরুষ দাসরা সিথির প্রতি শারীরিক প্রলোভন অনুভব করত কিন্তু কখনও তাকে স্পর্শ করেননি । এরা হলো সিক্সো (Six0), পল ডি (Paul D), পল এ (Paul A), পল এফ (Paul F) এবং হ্যাল (Halle) ।

সাপ্তাহিক ছুটিতে কাজ করে মায়ের দাসত্বমোচনের চেষ্টা করছিল হ্যাল এবং কিছুটা এই জন্যেই সিথি হ্যালকে পসন্দ করত ও তাকে বিয়ে করে । সিথি এবং হ্যাল এর ছিল ২টি ছেলে (হাওয়ার্ড এবং বাগলার) এবং তাদের ১ টি বাচ্চা মেয়েও হয় যার নাম (বিলাভড) জানা যায় না । যখন সিথি সুইট হোম ত্যাগ করে তখন চতুর্থ সন্তান (ডেনভার) তার গর্ভে ছিলো । মি. গার্নারের মৃত্যুর জন্য পরে ফামর্টা চালানোর জন্য তার স্ত্রী মিসেস গার্নার (Mrs. Garner) গার্নারের ভাই স্কুলটিচারের এর সাহায্য চান । সে ছিল অত্যাচারী এবং কট্টর বর্ণবাদী । দাসদের কাছে সে স্কুলটিচার (School teacher) নামে পরিচিতি পান । স্কুলটিচারের দ্বায়িত্বের সময়ে সুইট হোমে দাসদের জীবনযাপন আগের থেকে আরো অনেক কঠিন হয়ে যায় । দাসরা পরামর্শ করে পালানোর সিদ্ধান্ত নেয় ।

স্কুলটিচার আর তার ভাতিজারা দাসদের পালানোর বিষয়টা পূর্বেই বুঝে ফেলে এবং পালানোর সময় পল ডি আর সিক্সোকে ধরে ফেলে । স্কুলটিচার সিক্সোকে হত্যা করে এবং পল ডি-কে সুইট হোমে ফেরত আনে, পল ডি-র মতে এখানেই তার সাথে সিথির শেষ দেখা হয় । আগেই তার সন্তানদের সিনসিনাটিতে শাশুড়ি বেবি সাগসের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর সিথি তখনও পালানোর পথ খুঁজতে থাকে । সম্প্রতি পলাতক দাসদের ধরে স্কুলটিচারের ভাতিজারা পশুর মতো আচরণ করে, তারা সিথিকে শস্যাগারে আটক করে এবং তাকে অবমাননা করে; তারা সিথির স্তন থেকে তার শিশু মেয়ের জন্য জমানো দুধ বের করে ।

সিথির অজান্তে হ্যাল তাকে শস্যাগারের চিলেকোঠার উপর থেকে এই অবস্থায় দেখতে পায় এবং আতঙ্কে তার শরীর পাথরের মতো স্থির হয়ে যায় । হ্যাল পরে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এবং পল ডি তাকে দুধের পাত্রের পাশে মুখে মাখন মেখে বসে থাকতে দেখে । এদিকে পালানোর শাস্তি হিসেবে পল ডি-কে মুখে লোহার কড়িয়াল পরানো হয় । Beloved Bangla Summary

Read More: The Sun Also Rises

স্কুলটিচার যখন জানতে পারে সিথি মিসেস গার্নারের কাছে তার এবং তার ভাতিজাদের অপকর্মের খবর দিয়েছে তখন সে তাকে চাবুকাঘাত করায় যদিও সিথি তখন গর্ভবতী ছিল । এতকিছুর পরেও আহত সিথি সুইট হোম থেকে পালিয়ে যায় এবং পালানোর সময় রাস্তায় একটি বনের মধ্যে সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় । অ্যামি ডেনভার (Amy Denver) নামের একজন শ্বেতাঙ্গ মেয়ে তাকে এই অবস্থায় খুজে পায় এবং সেবাশুশ্রুষা করে সুস্থ করে তোলে । পরে একটি নৌকায় অ্যামি সিথির বাচ্চাটি জন্ম দিতে সাহায্য করে । সিথি অ্যামি ডেনভারের সম্মানে তার দ্বিতীয় মেয়ের নাম রাখে ডেনভার । ওহিয়ো নদী পার হয়ে তার শাশুড়ি বেবি সাগসের বাড়িতে যেতে সিথি স্ট্যাম্প পেইড (Stamp Paid) নামের আরো একজনের সাহায্য পায় । স্ট্যাম্প পেইড নৌকার দাঁড় টেনে সিথিকে নদী পার করে দেয় ।

বাড়িতে পৌছানোর পর বেবি সাগস সিথিকে পরিষ্কার করে তারপরে বাচ্চাদের সাথে দেখা করতে দেন । বেবি সাগস সিনসিনাটির কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মাঝে ধর্মপ্রচারক এর দায়িত্ব পালন করতেন, সিথি তার কাছে ২৮টি দিন অনেক আনন্দের সাথে কাটায় । শেষদিনে সিথি এবং তার সন্তানদের সুইট হোমে ফেরত নিয়ে যাওয়ার জন্য স্কুলটিচার আসে । সন্তানদের একটা অমানবিক দাসত্বের জীবনে সমর্পন করা থেকে বাচাতে সিথি উডশেড (Woodshed) থেকে সন্তানদের নিয়ে আবার পালায় এবং পরে তাদের হত্যা করার চেষ্টা করে ।

সিথির এই হত্যাচেষ্টায় তার নামহীন বড় মেয়েটি মারা যায়; সিথি করাত (handsaw) দিয়ে তার গলা কেটে দিয়েছিলেন । সিথি বাচ্চাটিকে কবর দেয় এবং কবর ফলকে লিখে দেয় বিলাভড (Beloved) । সিথি এবং ডেনভারকে জেলে নিয়ে যাওয়া হয় এবং বডউইন্সের (Bodwins) নেতৃত্বে একদল শ্বেতাঙ্গ দাসপ্রথার বিলোপকারীদের আন্দোলনের মুখে তাদের ছেড়ে দেওয়া হয় । সিথি ১২৪ ব্লুস্টোন রোডের বাড়িতে ফিরে আসে । যেখানে বেবি সাগস গভীর হতাশায় ডুবে ছিল ।

সমাজের মানুষজন সিথিদের পরিবারটিকে এড়িয়ে চলতে থাকে এবং তারা একাকীভাবে বসবাস করতে শুরু করে । এদিকে স্কুলটিচার পল ডি-কে ব্রান্ডিওয়াইন (Brandywine) নামের আরেকজন দাশ মালিকের কাছে বিক্রি করে দেন । ব্রান্ডওয়াইনকে হত্যার চেষ্টা করায় জর্জিয়ায় (Georgia) পল ডিকে একদল শিকলে বাধা আসামির দ্বারা তাকে অনেক অত্যাচার করা হয় । এই কষ্টদায়ক অভিজ্ঞতার কারণে পল তার সব স্মৃতি, আবেগ এবং ভালবাসার ক্ষমতা হারিয়ে ফেলে । একদিন ঝড়বৃষ্টির মধ্যে পল ডি এবং চেইন গ্যাং এর বাকি সদস্যরা পালানোর সুযোগ পায় এবং তারা পালায় । এবার পল বসন্তের ফুটন্ত ফুলগুলোকে অনুসরণ করে উত্তরের দিকে এগিয়ে যেতে থাকে এবং অনেক পরে সিনসিনাটিতে সিথির বাড়ির উঠানে এসে যাত্রা শেষ করে । Beloved Bangla Summary

পল ডি-র ১২৪ ব্লস্টোন রোডে আসার পরে বর্তমান সময়ের ঘটনাগুলো ঘটতে শুরু করে । সেখানে গিয়েই পল ডি বাড়ির প্রেতাত্মাটাকে তাড়িয়ে দেয়, যার ফলে ডেনভার আরো একাকীত্বে ভোগে এবং প্রথম থেকেই সে পল ডি-কে অপছন্দ করে এবং তার উপর বিরক্ত হয় ।

সিথি এবং পল ডি এর সাথে একসাথে একটি সম্ভাবনাময় ভবিষৎতের দিকে এগোতে থাকে । কিন্তু একদিন মেলা (Carnival) থেকে ফেরার সময় পথে তার তাদের বাড়ির সামনে একজন অদ্ভুত ও অল্পবয়সী মেয়েকে ঘুমাতে দেখে । এই মেয়েটি নিজেকে বিলাভড (Beloved) নামে পরিচয় দেয় । উপন্যাসের অধিকাংশ চরিত্র এটা বিশ্বাস করে যে এই মেয়েটিই সিথির মৃত মেয়ের আত্মা এবং উপন্যাসে এর পক্ষে প্রচুর প্রমাণ দেখানো হয় । বিলভড এর সাথে তখন ডেনভারের একরকম ঘনিষ্টতা তৈরী হয় । সিথির সাথে বিলাভড এর থেকেও এটি ছিল আরো তীব্র। বিলাভড এবং পল ডি একে অপরকে ঘৃণা করেন; বিলাভড পলকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রলুব্ধ করে বাড়ির ভিতরে ছিন্নবস্ত্র পুতুলের মত ঘোরাতে থাকে । সিথির নিজের শিশু কন্যাকে হত্যা করার বিষয়টি পল ডি জানতে পারে এবং সিথির বাড়ি ছেড়ে স্থানীয় চার্চের মাটির নিচের ঘরে ঘুমাতে থাকে । তার অনুপস্থিতিতে সিথি এবং বিলাভড এর সম্পর্ক আরো তীব্র এবং গভীর হয়ে যায় । Beloved Bangla Summary

বিলাভড অনেক জেদি আর চাহিদাশীল হয়ে যায় কিন্তু সিথি সবকিছু ছেড়ে দিয়ে তার জেদ এবং সব দাবি পূরণ করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন । সিথি বিলাভডকে বোঝাতে চেষ্টা করতে থাকে কেন সে বিলেভডকে হত্যা করেছিল । মায়ের এমন অবস্থায় চিন্তিত হয়ে ডেনভার ১২ বছরের মধ্যে প্রথমবার বাড়ি ছাড়ে তার সাবেক শিক্ষিকা লেডি জোনসের (Lady Jones) কাছে সাহায্যের আশায় ।

সমাজের মানুষেরা পরিবারটিকে খাবার দিয়ে সাহায্য করে এবং বিলাভড এর প্রেতাত্মাকে তাড়ানোর জন্য এলা (Ella) নামের একজন মহিলার নেতৃত্বে একত্রিত হয় । এলা ভূগর্ভস্থ রেইলওয়েতে কাজ করত এবং সিথিকে পালানোর সময় সাহায্য করেছিল । সিথির বাড়িতে পৌছে তারা সিথিকে বাড়ির উঠানে নগ্ন ও গর্ভবতী অবস্থায় বিলাভড এর সাথে দেখেন ।

মি.বডউইন (Bodwin) ডেনভারকে নতুন চাকরিতে নিতে আসে । সিথি তাকে স্কুলটিচার ভেবে বরফের চাকা নিয়ে দৌড়ে মারতে যায় । তাকে বাধা দিয়ে শান্ত করা হয় এবং এই বিশৃঙ্খলার সময় বিলাভড উধাও হয়ে যায় এবং আর কখনো ফিরে আসে না ।

পরবর্তীকালে পল ডি সিথির কাছে ফিরে আসে এবং বেবি সাগসের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে । বিলাভড এর শোকে সিথি বিলাপ করে ওঠে, বিলাভড ছিল তার প্রিয় জিনিস । এর উত্তরে পল ডি সিথিকে বলে তুমি নিজেই তোমার সবচেয়ে প্রিয় জিনিস । উপন্যাসটি একটি সতর্কীকরণের মাধ্যমে শেষ হয়, – এই গল্পটি আর চালিয়ে যাওয়ার মত নয় । সেই শহরের মানুষেরা এমনকি, ১২৪ নাম্বার বাড়ির সদস্যরা পর্যন্ত বিলাভড এর কথা ভুলে গিয়েছে যেন এটি একটি যন্ত্রণাদায়ক ঘুমের সময় দেখা দূঃস্বপ্ন । Beloved Bangla Summary

Characters of Beloved

Sethe (সিথি)

উপন্যাসের প্রধান চরিত্র এবং এক সময় সে দাস ছিল । নিজেও সন্তানকে দাসত্বের হাত থেকে বাচাতে অবিশ্বাস্য কাজ করেছিল ।

Denver (ডেনভার)

সিথির ৪র্থ এবং সবচেয়ে ছোট সন্তান । মায়ের বিষয়টি প্রকাশ হওয়ার পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ।

Paul D Garner (পল ডি গার্নার)

সিথির সহকর্মী দাস ।

Halle (হ্যাল)

সিথির স্বামী এবং সহকর্মী দাস । বেবি সাগসের ৮ সন্তানের মাঝে সবচেয়ে ছোট সন্তান ।

Baby Suggs (Jenny Whitlow) (বেবি স্যাগস)

সিথির শাশুড়ি, ইনিও একসময় দাস ছিলেন । হ্যাল তার মুক্তির ব্যবস্থা করলে সে একজন ধর্ম প্রচারক হিসেবে কাজ করে । Beloved Bangla Summary

Beloved (বিলাভড)

শিথির ৩য় কন্যা সন্তান যাকে শিশু অবস্থায় (২ বছর বয়সে) হত্যা করা হয়েছে । দাসত্বের হাত থেকে বাঁচাতে সিথি তাকে হত্যা করে । Beloved হল তার প্রেতাত্মা ।

Buglar and Howard (বাগলা ও হাওয়ার্ড)

সিথি ও হ্যাল এর দুই ছেলে সন্তান । তারা তাদের মা ও তাদের বোন বিলাভড এর প্রেতাত্মাকে নিয়ে ভয়ে ছিল । বেবি সাগস এর মৃত্যুর পর তারা যে বের হয়ে যায়, আর ফিরে আসেনি ।

Vashti (ভাস্তি)

স্টাম্পেইড এর স্ত্রী । দাস থাকা অবস্থায় জোর করে তার মালিকের রক্ষিতা হিসেবে ব্যবহার করা হয় ।

Amy Denver (অ্যামি ডেনভার)

সাদা চামড়ার শর্তাবদ্ধ দাস । সিথির প্রতি সে খুবই আন্তরিক ছিল এবং তার ৪র্থ সন্তান জন্ম দেয়ার সময় সাহায্য করে । সিথি তার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ তার সম্মানে কন্যার নাম রাখে ডেনভার । Beloved Bangla Summary

Mr. Garner

সুইট হোমের মালিক এবং তার দাসদের প্রতি মানবিক আচরন করতেন ।

Mrs. Lillian Garner

মি গার্নারের স্ত্রী । বেবি সাগস ও সিথির প্রতি দয়াশিল । সিথির বিয়ের সময় সে তাকে একটা ইয়াররিং দেয় । জনাব গার্নারের মৃত্যুর পর সে অসুস্থ হয়ে যায় এবং সুইট হোমের দায়িত্ব স্কুল টিচারের হাতে পড়ে ।

School teacher

জনাব গার্নারের মৃত বোনের স্বামী । সে দাসদেরকে পশুর মত বিবেচনা করত ।

Sixo

সুইট হোমের একজন দাস এবং Thirty-Mile Woman এর সাথে সম্পর্ক ছিল । পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরা পড়ে যায় এবং জীবন্ত পউড়িয়ে মেরে ফেলা হয় । Beloved Bangla Summary

The Thirty-Mile Woman (Patsy)

অন্যদের মত সেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যেতে সক্ষম হয় ।

Paul A Garner

হ্যাল এবং পল ডি এর সাথে মিলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে ।

Ma’am

সিথির মা । সিথি ছত থাকা অবস্থায় তাকে হত্যা করা হয় ।

Nan

সিথির মায়ের সাথে একই জাহাজে প্লান্টেশনে আসে ।

Paul F Garner

আরো একজন দাস, যাকে জনাব গার্নারের মৃত্যুর পর প্লান্টেশন চালানোর সুবিধার্থে বিক্রি করে দেয়া হয়েছিল ।

Whitlow

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জেনি সাগের আগের মালিক । যে তার নাম বিক্রির কাগজপ্ত্রে জেনি হুইটল লিখেছিল ।

Hi Man

জর্জিয়ার জেলে পল দি এর সাথে সাজাপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ আসামী ।

Mr. and Mrs. Buddy

অ্যামি ডেনভারের মালিক ও তার স্ত্রী । জিনাব বাডি ছিলেন খুবই শয়তান গোছের লোক । যার দিকে সুরাসরি কোন দাস তাকালেও তাকে চাবুক মারার হুমকি দিতেন । Beloved Bangla Summary

Ella

সিনসিনাটিতে বেবি সাগস এর প্রতিবেশি । সে সিথি ও ডেনভারকে নদী তীর থেকে বাড়িতে পৌছে দিয়েছিল । এছাড়া সে এলাকার কিছু মহিলাকে নিয়ে বিলাভড এর প্রেতাত্মাকে তাড়ায় ।

Janey Wagon

Bodwin home এ একজন চাকর ।

Lady Jones

বেবি সাগসের একজন মহিলা প্রতিবেশি যে আশে পাশের প্রতিবেশিদের বাচ্চাদের শিক্ষা দিত ।

Reverend Pike

Redeemer চার্চ এর একজন মন্ত্রী ।

Sawyer

সিনসিনাটিতে একজন রেস্তোরা মালিক যে সিথিওকে কাজ দিতে চেয়েছিল ।

Edward Bodwin

একজন গ্রাম্য চিকিৎসক । ভূগর্ভস্থ রেল লাইন তৈরী সমর্থন করত । সে বেবি সাগসকে সিনসিনাটিতে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছিল । এবং ডেনভারকে একটি চাকরিও দেয় । Beloved Bangla Summary

Miss Bodwin

Edward Bodwin এর অবিবাহিত বোন । সে দাসপ্রথা বিলুপ্তির সমর্থক ছিল ।

Nelson Lord

ডেনভারের বিদ্যালয়ের সহপাঠী । সে ডেনভারকে তার মায়ের পূর্বের অবস্থা জানতে চেয়েছিল । এর কারনে ডেনভার বিদ্যালয় ছেড়ে দিয়েছিল।

Stamp Paid (Joshua)

সাবেক দাস সে সিথি এবং তার মেয়ে ডেনভারকে দাসত্ব থেকে বাচাতে অহিও নদী পার করে দিয়েছিল । পরে ডেনভারকে নিহত হওয়ার হাত থেকে বাচায় ।

Leave a Comment