Waiting for Godot Bangla Summary | 1st to Last | Right Now

Waiting for Godot Bangla Summary

ভ্লাদিমির ও এস্ত্রাগন নামক দুইজন মানুষ একটি গাছের নিচে দেখা করে । তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদের কথা থেকে বুঝা যায় তারা একজন মানুষের জন্যে অপেক্ষা করছে যার নাম গোডো । তারা যখন সেখানে অপেক্ষা করছিল সেখানে আরো দুইজন মানুষ এসে উপস্থিত হয় । তারা হচ্ছে পোজো ও তার দাশ লাকি । পজো লাকিকে বাজারে বিক্রির জন্যে নিয়ে যাচ্ছিল । ভ্লাদিমির ও এস্ত্রাগন এর সাথে কথা বলার জন্যে পজো কিছুক্ষণ থামল । লাকি নেচে ও চিন্তা করে তাদের আনন্দ-বিনোদন প্রদান করল ।

লাকি আর পজো চলে গেলে সেখানে একটি বালক আসল এবং সে জানালো সে হচ্ছে গোডো এর বার্তাবাহক । সে তাদেরকে জানালো গোডো আজ আর আসবে না বরং আগামীকাল অবশ্যই আসবে । ভ্লাদিমির বালকটিকে গোডো সম্পর্কে কিছু প্রশ্ন করল । বালকটি চলে গেলো। ভ্লাদিমির ও এস্ত্রাগন চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে নাটকের কারটেইন নেমে গেলো কিন্তু তারা সেখান থেকে সরল না ।

পরের দিন রাতে ভ্লাদিমির ও এস্ত্রাগন আবার গোডো নামক ব্যক্তির জন্যে অপেক্ষা করতে সেখানে দেখা করল। লাকি এবং পোজো আবার হাজির হল । এবার লাকিকে দেখা গেল অন্ধ ও পোজো ছিল বোবা । এই রাতের আগে যে তাদের সাথে পোজোর দেখা হয়েছিল, তা সে মনেই করতে পারল না । তারা চলে গেলো এবং ভ্লাদিমির ও এস্ত্রাগন আবার গোডোর জন্যে অপেক্ষা করা শুরু করল ।

More Read: The Importance of Being Earnest

এর পর সেই বার্তাবাহক্ম বালকটি আবার উপস্থিত হল এবং ভ্লাদিমিরকে জানালো গোডো আসবে না । সে জেদ করে বলল ভ্লাদিমিরের সাথে আগেরদিন তার কোন কথাই হয়নি । সে চলে গেলে ভ্লাদিমির ও এস্ত্রাগনও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল । নাটকের কারটেইন নেমে গেলেও তাদেরকে সেখানেই স্থির হয়ে থাকতে দেখা গেলো ।

Characters of Waiting for Godot

Vladimir (ভ্লাদিমির)

নাটকের প্রধান দুই চরিত্রের একটি । এস্ত্রাগন তাঁকে ডিডি নামে ডাকে এবং বার্তাবাহক বালকটি তাঁকে জনাব আলবার্ট নামে ডাকে । প্রধান দুটি চরিত্রের মাঝে তাঁকে বেশি দায়িত্বশীল ও পরিণত চিন্তার অধিকারী বলে মনে হয় ।

Estragon (এস্ত্রাগন)

দ্বিতীয় প্রধান চরিত্র এবং ভ্লাদিমির তাঁকে গোগো নামে ডাকে । তাঁকে দূর্বল ও অসহায় মনে হয় এবং সবসময় সে ভ্লাদিমিরের আশ্রয়প্রার্থী ছিল । তার স্মৃতিশক্তিও খুব দূর্বল ছিল । নাটকের ২য় অঙ্কে ভ্লাদিমির তাঁকে আগের রাতের ঘটনা মনে করিয়ে দেয় । Waiting for Godot Bangla Summary

Pozzo (পোজো)

সে নাটকে দুই রকম ভাবে উপস্থিত হয় । ১ম অঙ্কে স্বাভাবিক ভাবে উপস্থিত হলেও ২য় অঙ্কে তাঁকে অন্ধ হিসেবে দেখা যায় এবং ভ্লাদিমিরের সাথে আগের রাতে দেখা হওয়ার ঘটনা মনে করতে পারে না ।

Lucky (লাকি)

সে ছিল পোজোর দাস ও সব সময় পোজোর ব্যাগ ও চেয়ার বহন করত। ১ম অঙ্কে সে নাচ ও চিন্তার মাধ্যমে তাদের বিনোদন দান করে । পরের অঙ্কে সে ছিল বোবা ।

The Boy (বালক)

নাটকের দুইটি অঙ্কের শেষেই সে উপস্থিত হয় ও তাদেরকে জানায় গোডো আজ রাতে আর আসবে না বরং আগামীকাল আসবে । ২য় অঙ্কে ভ্লাদিমিরের কাছে আগের রাতে তার সেখানে উপস্থিত হওয়ার ঘটনা অস্বীকার করে ।

Godot (গোডো)

নাটকের একজন অদৃশ্য চরিত্র । যার জন্যে ভ্লাদিমির ও এস্ত্রাগন অন্তহীনভাবে অপেক্ষা করছিল । বেশিরভাগ সমালোচকরাই মনে করে নাস্তিক লেখক এই নাম দিয়ে ঈশ্বরকে বুঝিয়েছেন । Waiting for Godot Bangla Summary

Leave a Comment