Classification of Verb | Basic Grammar

Classification of Verb

Definition: যে word দ্বারা কাজ করা বোঝায় তাকে verb বলে। যেমন: Interest, Empower, Democratize, Go, Come, See ইত্যাদি তবে Be Verb ও linking verb দ্বারা কাজ বুঝায় না। 

Classification: Verb প্রধানত দুই প্রকার। যেমন: Finite verb ও Non-Finite Verb.

Finite Verb(সমাপিকা ক্রিয়া):

Finite Verb বাক্যের অপরিহার্য অংশ।  এটি Subject এর  number ও person এবং tense অনুযায়ী বসে। একটি Simple sentence এ অথবা একটি clause এ finite verb অবশ্যই থাকবে।

Examples: 

i. I Saw a bird flying.

ii. When I reached college, the bell rang.

iii. Priya finished her work and went to bed.

এখানে saw, reached, rang, finished, went এই verb গুলো দ্বারা sentence এর অর্থ সম্পূন্ন রূপে প্রকাশ পেয়েছে। তাই এই verb গুলো finite verb.

Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া):

যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না এবং sentence এর অর্থ সম্পূন্নরূপে প্রকাশ পে না তাকে Non-Finite verb বলে। এই Subject এর number ও person এবং tense অনুযায়ী বসে না।

Examples:

i. Riya likes to draw pictures.

এখানে, ‘likes’ verb টির subject= Riya কিন্তু “to draw” verb টির নয়। “to draw” verb টি দ্বারা “ছবি আঁকতে” অসম্পূন্ন কাজ বুঝায় এবং এর দ্বারা বক্তব্য শেষ হয় না অথাৎ সম্পূন্ন  হয় না। তাই “to draw” হলো non-finite verb.

Finitive Verb কে দুইভাগে ভাগ করা হয় :

Principal Verb

যে Verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে Principal Verb বলে।  Principal Verb ছাড়া কোন Sentence গঠিত হয় না। 

Example: Go, Come, Move, See, Write, Draw, etc.

Auxiliary Verb

যে সমস্ত Verb এর নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার Sentence, Tense, Voice বা Mood এর বিভিন্ন রূপ গঠনের জন্য Principal Verb-কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন: Do, Does. Did, Am, Is, Was. Were, Are, Shall, Will. Have, Would, Could, Might, etc. 

Auxiliary Verb আবার দু’প্রকার। যথা: 

1. Primary auxiliary: Be verb, Have verb, Do verb Tense person অনুসারে এদের রূপের পরিবর্তন হয়।

2. Modal auxiliary: Tense person অনুসারে এদের রূপের পরিবর্তন হয় না।।

Principal Verb কে আবার দুইভাগে ভাগ করা যায়:

(i) Transitive Verb: যে Verb একাকী Sentence-এর অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন Word-এর সাহা্য গ্রহণ করতে হয় তাকে Transitive Verb বলে। Transitive Verb এর পর Object বসে।

Example: Make Draw Drink, Eat, See, Read, Reduce, Write, Take, etc যেমন:

a) I drink tea.

b) The boy plays cricket.

ii) Intransitive Verb: যে Verb অন্য কোন Wond-এর সাহায্য ছাড়া একাতি Sentence এর অর্থকে সম্পূর্ণ করতে পারে তাকে Intransitive Verb বলে। Intransitive Verb এর পর কোন Object বসে না। Example: Move, Come, Go, Swim, Walk, Burn. Repair. Open, etc.

Non-Finite verb তিন ধরনের। যথা: Gerund, Participle, Infinitive.

1. Gerund= V+ing

Gerund noun হিসাবে কাজ করে। অথাৎ subject, object, adjective, complement, prepositional object, adjectival complement হিসাবে বসে। 

Examples:

i. (Swim) Swimming is the best exercise.

ii. We enjoy (watch) watching cricket.

iii. My hobby is (read) reading.

iv. Good (teach) teaching is necessary for successful (learn) learning.

2. Participle

Participle তিন ধরনের। Participle adjective হিসাবে কাজ করে।  অথাৎ noun ও pronoun কে modify করে। 

a. Present Participle = V+ Ing.

b. Past Participle = V3

c. Perfect Participle = Having + V3

Examples:

i. I saw him (swim) Swimming.

ii. The road (damage) damaged by heavy rain should be repaired.

3. Infinitive = to + V1

Infinitive noun হিসাবে কাজ করে। এটি উদ্দেশ্য বুঝতে বসে। 

Example: We eat (preserve) to preserve our health.

Read More: Simple, Complex, Compound

Leave a Comment