Iliad Bangla Summary by Homer | 1st to Last

Iliad Bangla Summary

গ্রীক বীর এ্যাকিলিসের ক্রোধের ঘটনার বর্ণনার মাধ্যমেই ইলিয়াড মহাকাব্যের সুচনা হয়েছে । বছর ধরে চলছে গ্রিক আর ট্রয়পক্ষে যুদ্ধ । একাদশ বর্ষে গ্রিক শিবিরে চরম বিপর্যয় নেমে আসে গ্রিক বীর আগামেমনন ও এ্যাকিলিসের মাঝে নারীঘটিত বিবাদের জের ধরে । দেবতা আ্যাপোলোর পুরোহিত ক্রাইসেসের কন্যা ক্রাইসেইসকে বন্দী করে আনে গ্রিকরা । ক্রাইসেস কন্যাকে ফেরত চাইলে আগামেমনন তাকে অপমান করেন । আর এ কারণে ক্রোধে ক্ষিপ্ত হয়ে অ্যাপোলো মহামারি রোগ ছড়িয়ে দেন গ্রিক শিবিরে । আগমেমনন শেষে তার বন্দিনীকে ফেরত দিতে বাধ্য হন এবং এ্যাকিলিসের ভাগের বন্দিনী ব্রিসেইসকে ছিনিয়ে নেন । এতেই শুরু হয় দুজনের দ্বন্দ্ব । এ্যাকিলিস ক্রোধে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে যোগদানে বিরত রইলেন । আর এ কারণে গ্রীক বাহিনী রীতিমতো পর্যুদন্ত হতে লাগল ট্রয় বাহিনীর হাতে । গ্রিক বীর ডায়োমিডাস অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেন যুদ্ধক্ষেত্রে । তিনি ট্রয়পক্ষ সহায়তাকারী দেবী আফ্রোদিতি ও যুদ্ধদেবতা আ্যারেসকে আহত করলেন ।

ট্রয়বীর হেক্টর প্রচণ্ড গতিতে এগোতে লাগলেন গ্রিক শিবির লক্ষ্য করে । তার অন্যতম উদ্দেশ্য গ্রিকদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেয়া। দুই পক্ষের ঘোরতর যুদ্ধে গ্রিক পক্ষে আগামেমনন, ডায়োমিডাস, অডিসিউস প্রমুখ এসব বীর আহত হয়ে শিবিরে অবস্থান করতে লাগলেন আর এ সুযোগে ট্রয়বাহিনী এগিয়ে এল গ্রিক জাহাজের কাছে এবং গ্রীক জাহাজে উঠে পড়ল অনেকেই । এদিকে অলিম্পাস পর্বতের দেবতারা দুই পক্ষে ভাগ হয়ে দু’দলকেই সমর্থন দিতে লাগলেন । দেবরাজ জিউস প্রথম দিকে ট্রয়পক্ষ অবলম্বন করলেও শেষে নিষ্ক্রিয় হয়ে যুদ্ধ অবলোকন করতে লাগলেন । গ্রীকরা যখন ট্রয়বাহিনীর হাতে রীতিমতো পর্যুদস্ত তখন তারা বাধ্য হয়ে উপঢৌকনসহ চলে গেলেন এ্যাকিলিসের জাহাজে আগামেমননের অনুরোধ নিয়ে । এ্যাকিলিস নিজে না এসে তাঁর বর্মটাসহ তার বন্ধু ও সহযোদ্ধা প্যাট্রোক্লাসকে পাঠালেন । যুদ্ধে প্যাট্রোক্লাস বহু ট্রয় সেনা নিহত করে হেক্টরের হাতে নিজেও নিহত হলেন । প্যাট্রোক্লাসের শবদেহের দখল নিয়ে দুই পক্ষে লড়াই আরো তুঙ্গে উঠল । এ্যাকিলিস তার সহকর্মীর মৃত্যুসংবাদে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন । এ্যাকিলিসের মূল উদ্দেশ্য হেক্টরকে খুঁজে বের করে তাকে হত্যা করা । Iliad Bangla Summary

এ্যাকিলিস যুদ্ধে অবতীর্ণ হয়ে তার সহযোদ্ধা প্রিয় প্যাট্রোক্লাসের শবদেহটা নিজের আয়ত্তে আনলেন ট্রয়বাহিনীর কবজা হতে । অতঃপর জাকজমক সহকারে সম্মানের সাথে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন । এবার এ্যাকিলিস হেক্টরের মুখোমুখি হলেন । বহুদূর পর্যন্ত তাড়া করে জ্যানথাস নদীর মোহনায় এসে পাকড়াও করলেন হেক্টরকে এবং হত্যা করলেন । হেক্টরের মৃতদেহটাকে রথের সাথে বেধে যুদ্ধক্ষেত্রের চারপাশে ছুটে বেড়ালেন । ট্রয়বাসী শুধু অসহায়ের মতো এটা প্রত্যক্ষ করল । শেষে রাজা প্রায়াম এলেন এ্যাকিলিসের শিবিরে । তিনি এসে এ্যাকিলিসের কাছ থেকে তার পুত্রের শবদেহটা প্রার্থনা করলেন । এ্যাকিলিস বৃদ্ধ রাজার হাতে অর্পণ করলেন তার প্রিয় পুত্রের শবদেহ । ট্রয়নগরীতে রাজা প্রায়াম পৌছালে শোকের মাতম উঠল সর্বত্র । শেষে উপযুক্ত মর্যাদাসহকারে ট্রয়বাসীরা হেক্টরের অন্ত্যেক্টিক্রিয়া সম্পাদন করলেন। এখানেই সমাপ্তি ঘটেছে Iliad মহাকাব্যের ।

Character Analysis of Iliad

Achilles

ইলিয়াড মহাকাব্যের সবথেকে ক্ষমতাধর যোদ্ধা Achilles। Achilles গ্রীকদের হয়ে যুদ্ধ করে এবং এ্যাগামেমননের সাথে তার ঝামেলা হয় ।

Agamemnon

মাইসিনির (Mycenae) রাজা এবং এ্যাকিয়ান বাহিনীর প্রধান Agamemnon এবং স্পার্টার (Sparta) রাজা মেনালাউস তার ভাই ।

Hector

ট্রয়ের রাজকুমার, ট্রোজানদের মধ্যে সেরা যোদ্ধা । সে এ্যাকিলিসের সাথে নাটকীয় লড়ায় করা কিন্তু অবশেষে হেরে যায় ।

Patroclus

এ্যাকিলিসের প্রিয় বন্ধ ও সঙ্গী, সে একজন ভালো যোদ্ধা । Iliad Bangla Summary

Leave a Comment