The Frogs Bangla Summary by Aristophanes | 1st to Last | Read Right Now

The Frogs Bangla Summary

Aristophanes এর “The Frogs” নাটকটি অ্যাথেন্সের বার্ষিক নাট্যোৎসব Lenaia তে হজরত ঈসা (আঃ) এর জন্মের ৪০৫ বছর আগে মঞ্চায়িত হয় । এর এক বছর পূর্বে বিখ্যাত নাট্যকার Euripides মৃত্যু বরণ করেন ।

অ্যারিস্টোফেনিস রচিত কমেডি গুলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে “The Frogs” । এ নাটকের মূল বিষয় হচ্ছে ট্রাজেডী রচয়িতাদের ব্যর্থতা । নাটকের শুরুতেই আমরা প্রত্যক্ষ করি, ডায়োনিসাস বর্তমান কালের ট্রাজেডী রচয়িতাদের ট্রাজেডী কর্মগুলোতে মোটেই তৃপ্তি না পেয়ে হেরাক্লিসের ছদ্মবেশ ধারণ করে পাতালপুরীর উদ্দেশে যাত্রা করেছেন, তাঁর প্রধান উদ্দেশ্য হচ্ছে ইউরিপিডিসকে ফের জীবিত করে তাকে নাট্যজগতে ফিরিয়ে নিয়ে আসবেন । দেবতা ডায়োনিসাস গ্রীক ট্রাজেডীর গুণগত মানের ব্যর্থতা ও অধঃপতন দেখে শেষ পর্যন্ত হেরাক্লিসের ছদ্মবেশ ধারণ করে তার ক্রীতদাস ও ভাড় জ্যানথিয়াসকে সাথে নিয়ে নিজ প্রিয় নাট্যকারের সন্ধান করতে মৃতের রাজ্য- মৃত্যুপুরীতে বা পাতালপুরীতে (Hades) যাত্রা করেন । তাঁর মূল উদ্দেশ্য হল, নাট্যকার ইউরিপিডিসকে জীবিত করে ফের পৃথিবীতে ফিরিয়ে এনে আবার নাটক রচনা করাবেন । The Frogs Bangla Summary

তখন তিনি হারকিউলিস বা হিরাক্লিস এর কাছে পাতালপুরীর রাস্তা জিজ্ঞাসা করলেন । কারন সে এর আগে Cerberus নামক হাউন্ড কে আনতে সেখানে গিয়েছিল । মজার ব্যাপার হল সে যখন হিরাক্লিসের বাড়ির দরজায় Hades এ যাওয়ার দ্রুততম পথ সম্পর্কে জানতে যাচ্ছিল, তখন সে হিরাক্লিসের ছদ্মবেশে সেখানে গিয়েছিল, তার নিজের মতই অন্য কাউকে দরজায় দেখে হিরাক্লিস খুব মজা পায় । হিরাক্লিস তখন তাকে কারন জিজ্ঞাসা করলে সে জানায় ভালো মানের কবি আনতেই সে সেখানে যাচ্ছে । হিরাক্লিস তার কাছে সফোক্লিস পূত্র আইয়োফোম, অ্যাগাথন, যেনোক্লিস, পাইথান জেলাস সহ আরো অনেক কবির খবর জানতে চায় । ডায়োনিসাস সবার খবর বলে যায় । ডায়োনিসাস বাকি কবিদের পাতাহীন গাছের সাথে তুলনা করে । আর এজন্যেই সত্যিকারের কবি ইউরিপিডিসের দরকার । The Frogs Bangla Summary

হিরাক্লিস তখন তাকে জানায় সেখানে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে, গলায় ফাস দিয়ে ঝুলে যাওয়া, হ্যামলক বিষ খাওয়া অথবা উঁচু দালান থেকে লাফ দেয়া । তার যেটা পসন্দ হয় সে সেটাই করতে পারে । ডায়োনিসাস রেগে গেলে সে তাকে সেই রাস্তা বলে দেয় । মৃত্যুপুরীতে যাওয়ার আগে পার হতে হয় স্টিক্স নদী, স্টিক্স নদীর খেয়া নৌকার মাঝি ক্যারণ তাদেরকে পার করে দেয়, তারা এসে পৌছান মৃত্যুপরীতে । নৌকার দু’পাশে অনবরত ব্যাঙের ডাকের আওয়াজ পাওয়া যায় । অতঃপর পাতালপুরীতে পৌঁছার পর একের পর এক হাস্যরসাত্মক ঘটনা ঘটতে থাকে। এদিকে ডায়োনিসাস নাট্যকারদের সন্ধান করতে গিয়ে দেখলেন এক জায়গায় নাট্যকার ইউরিপিডিস আর এস্কাইলাস দুজনে বিবাদ করছেন ।

এ নাটকের সবচাইতে চিত্তাকর্ষক দিক হচ্ছে এস্কাইলাসের সাথে ইউরিপিডিসের প্রতিযোগিতা । কে পাবেন শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা, আর যিনি শ্রেষ্ঠ হবেন তিনি পাতালের ভোজসভায় রক্ষিত শ্রেষ্ঠ আসনটিতে আসন নেবেন । দুজনের মাঝে কে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হল, লড়াই হবে দু কবির মাঝে । যিনি জিতবেন তিনিই পাবেন শ্রেষ্ঠ আসন । বিচারক হিসেবে বসলেন ডায়োনিসাস নিজেই । প্রতিযোগিতাটা এমন কোন বিষয় নয়, শুধু একটি দাঁড়িপাল্লা ঝুলিয়ে ওদের দুজনের নাটকের লাইনগুলো দুপাশে বসিয়ে ওজন করা হবে । ওজনে যার শব্দাবলী ও বিষয়বস্তু ভারী হবে সেই জয়ী বলে বিবেচিত হবেন । অবশ্য এ লড়াই শুরু হওয়ার আগে দুজনে বেশ কিছু সময় ধরে বাকযুদ্ধ চালালেন । এখানে একে অপরকে তীব্র শ্লেষের ভাষায় আক্রমণ করলেন । The Frogs Bangla Summary

অ্যারিস্টোফেনিস এ নাটকে ইউরিপিডিসকে নিয়ে বিদ্রুপ করেছেন । অ্যারিস্টোফেনিস ইউরিপিডিসকে অভিযুক্ত করেছেন ট্রাজেডীর নৈতিক দিকের অধঃপতন ঘটানোর জন্য । ইউরিপিডিসের মৃত্যুর পরপরই অ্যারিস্টোফেনিস তার ফ্রগস নাটকটি রচনা করেন ।

More Read: Iliad Bangla Summary

আসলে এ বাকযুদ্ধের দ্বারা অ্যারিস্টোফেনিস দুজনের নাট্যকর্মকে মূল্যায়ন করতে প্রয়াসী হয়েছেন। মূলত ইউরিপিডিসের নাট্যকর্মের সমালোচনা করতে প্রয়াসী হয়েছেন অ্যারিস্টোফেনিস । নাট্যকার ইউরিপিডিস তাঁর পূর্বসূরী নাট্যকার এস্কাইলাস সম্পর্কে অভিযোগ তুলে বলেন যে, এস্কাইলাসের নাটক খুবই দুর্বোধ্য, বারবার একই বিষয় তিনি উচ্চারণ করেন তার সৃষ্টি কর্মে, তিনি বড়ই উচ্চস্বরে তার বক্তব্য তুলে ধরেন এবং তিনি যুদ্ধের স্বপক্ষে সর্বদা তার মত প্রকাশ করতে প্রয়াসী হন শিল্পকর্মের মাধ্যমে । এস্কাইলাস এই অভিযোগের জবাবে জানান যে, ইউরিপিডিসের নাটকে প্রাণ বলতে কিছুই নেই, একেবারেই প্রাণহীন বিবর্ণ, আর শুষ্ক, শুধু হালকা যুক্তিতর্ক দ্বারা তাঁর নাটক পরিপূর্ণ, মহৎ কোন নৈতিক দিক তার নাটকে প্রত্যক্ষ করা যায় না । বিচার কার্য শুরু হলে তাদের দুজনের নাটকের বিষয়গুলো যখন দু’পাশের পাল্লায় তুলে দেয়া হল তখন দেখা গেল এস্কাইলাসের দিকে পাল্লা ঝুলে পড়েছে, সেদিকটাই ভারী। ডায়োনিসাস তাকে বিজয়ী ঘোষণা করলেন আর ইউরিপিডিসকে না নিয়ে এস্কাইলাসকে সাথে নিয়েই এথেন্সে ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন ।

Character Analysis of The Frogs

Dionysus

নাটকের পৃষ্ঠপোষক দেবতা ।

Xanthias

ডায়োনিসাসের ভৃত্য হেরাক্লিস (হারকিউলিস) একটি শবদেহ ।

Charon

মৃতজনদের আত্মাকে পার করার খেয়া নৌকার মাঝি ।

Aeacus

পাতালপুরীর দ্বাররক্ষক ।

Maid of Persephone

দুজন গ্রাম্য মহিলা ।

Pluto

পাতালপুরীর দেবতা, এ নাটকে তিনি নির্মল হাস্যরসের জোগান দিয়েছেন ।

Slave of Pluto

প্লুটোর একজন বয়সী ভৃত্য।

Euripides

নাট্যকার ইউরিপিডিস।

Aeschylus

নাট্যকার অ্যাস্কাইলাস।

Chorus

যুবা ও বয়োবৃদ্ধদের নিয়ে গঠিত ব্যক্তিদের কোরাস- একজন বাদ্যকর বালিকা শববাহকগণ, ভৃত্যগণ, নাচনেওয়ালী বালিকা, পাতালপুরীর বাসিন্দাগণ প্রমুখ ।

Leave a Comment