Medea Bangla Summary by Euripides | 1st to Last | Read Right Now

Medea Bangla Summary

এই নাটকটির শুরুতে দেখা যায়, রাজমহলের বাইরে একজন নার্স বিলোপ করছে, শোক করছে এবং অতীতের কিছু ঘটনা বর্ণনা করছে যা বর্তমান সমস্যা তৈরির পেছনে কাজ করেছ। নার্স তার বর্ণনায় বলেন, ইয়োলকাস রাজ্যের রাজা ছিলেন ইসোন । তার মৃত্যুর সময় তার পুত্র জেসন খুব ছোট ছিল । রাজ্য পরিচালনা করার মত ক্ষমতা ছিলনা ছোট জেসনের । তাই রাজা ইসোন সৎ ভাই পেলিয়াস কে রাজ্যভার দিলেন এবং বলে গেলেন জেসন কে বিদেশে পাঠাতে লেখাপড়া করার জন্য এবং জেসন লেখাপড়া করে প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসার পর রাজক্ষমতা জেসনকে প্রদান করতে । Medea Bangla Summary

যথারীতি পেলিয়াস এখন ইয়োলকাস রাজ্যের রাজা । একটা সময় জেসন বিদেশ থেকে ফিরে আসে তার লেখাপড়া শেষ করার পর । এসে সে চাচা পেলিয়াসের কাছে তার রাজক্ষমতা লাভ করার দাবি করে । কিন্তু পেলিয়াস তার ক্ষমতা হাত ছাড়া করতে চান না এবং একটা কৌশল অবলম্বন করে । জেসন কে কৌশলে কলচিস রাজ্যে পাঠায় গোল্ডেন ফ্লিন্স আনতে । এ যাবৎ যারাই গোল্ডেন ফ্লিন্স আনতে গিয়েছে,তারাই মারা গেছে । পেলিয়াস ভেবেছিলো, জেসন ও গোল্ডেন ফ্লিন্স আনতে সক্ষম হবেনা । তাই পেলিয়াস বলে, গোল্ডেন ফ্লিন্স আনতে পারলে জেসনকে রাজ্যের সিংহাসন হস্তান্তর করা হবে ।

জেসন অনেক সাহসী ছিলো । সে পেলিয়াসের শর্ত গ্রহন করে এবং শক্তিশালী যুবকদের নিয়ে একটা দল গঠন করে । আরগো (Argo) নামের একটা জাহাজে তারা কলচিসে যাত্রা শুরু করে গোল্ডেন ফ্লিন্স আনার জন্য । গোল্ডেন ফ্লিন্স আনতে কলচিস রাজ্যে জেসনের আগমনে কলচিস রাজ্যের রাজা এইটিস মোটেও খুশি হননি । এইটিস চায় না কেউ কলচিস থেকে গোল্ডেন ফ্লিন্স অর্জনে সক্ষম হোক । কারন গোল্ডেন ফ্লিন্স কলচিস রাজ্যের একটা সম্মানের বস্তু ।

কিন্তু কলচিস রাজ্যের রাজকন্যা, রাজা এইটিস এর মেয়ে মিডিয়া জেসনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে । জেসন ও মিডিয়াকে একইভাবে ভালোবাসে । তাই যাদুবিদ্যায় পারদর্শী মিডিয়া জেসনকে গোল্ডেন ফ্লিন্স অর্জনে সাহায্য করে । মিডিয়া জেসনকে বিয়ে করে এবং কলচিস রাজ্য থেকে পালিয়ে যায় গোল্ডেন ফ্লিন্স নিয়ে । জেসনকে ভালোবাসার জন্য মিডিয়া নিজ ভাই এপসারটাস (Apsyrtus) কে হত্যা করে এবং নিজের বাবাকে ধোকা দিয়ে জেসনের সাথে ইয়োলকাসে চলে আসে ।

গোল্ডেন ফ্লিন্স আনার পর জেসন তার চাচা পেলিয়াস কে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে কিন্তু পেলিয়াস ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে । এবারও মিডিয়া জেসনকে সাহায্য করতে এগিয়ে আসে । মিডিয়া তার যাদুবিদ্যা কাজে লাগায় এবং পেলিয়াসের সন্তানদের দ্বারাই পেলিয়াসকে হত্যা করায় । তারপর জেসন সিংহাসনে বসে । কিন্তু ইয়োলকাসের জনগন পেলিয়াসের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জেসন ও মিডিয়া কে কোরিন্থে (Corinth) নির্বাসনে পাঠায় ।

ইতোমধ্যে জেসন ও মিডিয়ার দুই ছেলেও হয়েছে । দুই ছেলেসহ জেসন ও মিডিয়া কোরিন্থে পৌছালে সেখানের রাজা ক্রেয়ন তাদের গ্রহণ করে । জেসন ও মিডিয়া কোরিন্থে তাদের বসতি স্থাপন করেন। কিন্তু জেসন ছিলো লোভী। সে আরো ভালো জীবনের আশায় রাজা ক্রেয়ন এর মেয়ে গ্লাওসি (Glauce) কে বিয়ে করে । এই ঘটনায় মিডিয়া অনেক কষ্ট পান এবং মানসিক ভাবে ভেঙে পড়েন ।

নাটকের শুরুতে নার্স (Nurse) এই ঘটনা বর্ণনা করেই বিলাপ করছিলো । এরপর-

মিডিয়ার প্রতিশোধের ভয়ে রাজা ক্রেয়ন তাকে ও তার সন্তানদের কোরিন্থ রাজ্য থেকে তাড়িয়ে দেয়ার ঘোষণা দেন । রাজ্য ছাড়ার প্রস্তুতি নেওয়ার জন্য মিডিয়াকে একদিন সময় দেয়া হয় । মিডিয়া ওই একদিনে তার উপর হওয়া অন্যায়ের সঠিক বিচার করার সিদ্ধান্ত নেয় । মিডিয়া ক্রেয়ন, গ্লাওসি ও জেসন কে হত্যার কথা ভাবতে থাকে । এবার জেসন আসে এবং মিডিয়া কে বলে বাড়াবাড়ি না করতে । জেসন বলে, সে আবারো বিয়ে করেছে সবার ভালোর জন্যই । কিন্তু মিডিয়া কিছুতেই এটা মানতে পারে না । সে জেসন কে উচিত শিক্ষা দিবেই ।

ঘটনাক্রমে এথেন্সের রাজা এজিয়াস কোরিন্থে আসে মিডিয়ার সাথে দেখা করতে এবং সে মিডিয়াকে নিরাপদ আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে মিডিয়া সন্তানহীন এজিয়াসকে একটা ঔষধ দেবে যাতে এজিয়াসের সন্তান হয় । তারপর মিডিয়া প্রতিশোধ নেয়ার জন্য উঠেপড়ে লাগে । জেসনের প্রতি তার যে প্রচন্ড ভালোবাসা ছিলো, তা এখন পরিনত হলো প্রচন্ড ঘৃনায় । সে জেসন কে শিক্ষা দেয়ার জন্য গ্লাওসির সাথে তার দুই ছেলেকেও হত্যার পরিকল্পনা করে । Medea Bangla Summary

Read More: Phaedra Bangla Summary

পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিডিয়া জেসন কে ডাকে এবং সব কিছু মেনে নেওয়ার ভান করে । মিডিয়া গ্লাওসিকে কিছু উপহার পাঠায় তার দুই ছেলের দ্বারা যাতে তার দুই ছেলেকে কোরিন্থে থাকতে দেয়া হয় । গ্লাওসি উপহার গুলো গ্রহন করে । উপহার গুলোর একটা হলো করোনেট (ছোট মাপের মুকুট) এবং অন্যটি ছিলো একটা জামা যেগুলো বিষ লাগানো ছিলো। গ্লাওসি মুকুট আর জামা পরিধান করার পর বিষক্রিয়ায় মারা যায় এবং ক্রেয়ন তাকে সাহায্য করতে আসায় সেও মারা যায়। শেষে মিডিয়া তার দুই ছেলেকেও হত্যা করে যাতে জেসন বুঝতে পারে প্রিয়জন হারানোর কষ্ট । মিডিয়া তার মৃত সন্তানদের নিয়ে এথেন্স চলে আসে এবং সেখানে তাদের সৎকার হয় ।

এভাবেই মিডিয়া প্রতিশোধের আগুনে জ্বলে তার স্বামী জেসনকে নিঃস্ব করে দিয়েছিলো । সব কিছু হারিয়ে জেসন পাগলপ্রায় হয়ে গিয়েছিলো। Medea Bangla Summary

Character analysis of Medea

Medea

নাটকের প্রধান চরিত্র মিডিয়া । তিনি কলচিস (Colchis) রাজ্যের রাজকন্যা, রাজা এইটিস (Aeetes) এর মেয়ে এবং জেসন এর স্ত্রী ।

Jason

জেসন ইয়লকাস (Iolcus) রাজ্যের রাজা ইসন (Aeson) এর ছেলে । জেসন এর প্রথম স্ত্রী মিডিয়া এবং দ্বিতীয় স্ত্রী গ্লাওসি ।

Creon

কোরিন্থের রাজা ক্রেয়ন । ক্রেয়নের মেয়ে গ্লাওসি ।

Aegeus

এথেন্সের রাজা এজিয়াস ।

Pelias

জেসনের চাচা পেলিয়াস ।

Nurse

মিডিয়া এর maidservant ।

Chorus

কোরিন্থের একদল মহিলা । Medea Bangla Summary