Mother Courage and Her Children Bangla Summary | 1st to Last | Read Right Now

Mother Courage and Her Children Bangla Summary

জার্মান নাট্যকার Bertolt Brecht রচিত “Mother Courage and Her Children” ইউরোপের ত্রিশ বছরের ধর্ম যুদ্ধের পটভূমিতে রচিত অন্যতম একটি যুদ্ধবিরোধী নাটক (Anti War play) । যুদ্ধটি ছিল ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টদের মধ্যে । এই যুদ্ধের ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে এই নাটকে ।

নাটকের কেন্দ্রীয় চরিত্র অ্যানা ফিয়ার্লিং (মাদার কারেজ) একটি চলমান ক্যান্টিনের মালিক । ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করেন তিনি।

যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে অসীম সাহসের সঙ্গে নিজের খাবার বিক্রির ব্যাবসা টা সে চালিয়ে গিয়েছিল ।

তার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বেপরোয়া ও দুঃসাহসী, নাম এলিফ (Eilif) । ছোট ছেলে অত্যন্ত সৎ, তাকে ডাকা হয় সুইস চীজ (Swiss Cheese) নামে । আর মেয়ে- তরুণী ক্যাট্রিন (Kattrin) অত্যন্ত সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ, কিন্তু বোবা । মাদার কারেজের পরিবারের পঞ্চম সদস্য হলো জীবিকা নির্বাহের মূল অবলম্বন তার ‘খাবার গাড়িটি’ । সন্তানেরা খাবারের গাড়ি টানে । মা ও তিন সন্তান গাড়ি নিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে খাবার বিক্রি করে । Mother Courage and Her Children Bangla Summary

যুদ্ধের ডামাডোলের মধ্যে মাদার কারেজ সৈন্যদের কাছে খাবার ও অন্যান্য জিনিস বিক্রি করে পরিবারের সবার জীবিকার সংস্থান করে, সযত্নে চাতুর্যের সঙ্গে তিন সন্তানকে বাজ পাখির ন্যায় যুদ্ধের আঁচ থেকে দূরে রাখতে চায় । কিন্তু এক পর্যায়ে বেপরোয়া এলিফ (Eilif) সুইডিশ প্রটেস্ট্যান্ট সেনাবাহিনীতে যোগ দেয়। । একদিন, এক কৃষককে আক্রমণ করে তার ২০ টা ষাড় নিয়ে এসেছিল প্রটেস্ট্যান্ট সেনাবাহিনীদের জন্য। এজন্য তিনি প্রশংসিত হয় । অল্প দিনের মধ্যেই এলিফের এসব দুঃসাহসিক কীর্তিকলাপের জন্য সে যশস্বী হয়ে ওঠে ।

এদিকে সুইস চীজ (Swiss Cheese) ক্যাশিয়ার হিসেবে যোগ দেয় প্রটেস্ট্যান্ট সেনাবাহিনীতে কিন্তু তার সততা ও দায়িত্ববোধই তার মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়। আক্রমণকারী ক্যাথলিক শত্রু সৈন্যদের হাত থেকে নিজেদের সেনাবাহিনীর ক্যাশবাক্স বাচাঁতে গিয়ে সে ধরা পড়ে। তাকে বন্দী করা হয় । মাদার কারেজ তাকে বাচাঁতে ক্যাথলিকদের ঘুষ দিতে চায় এবং ঘুষ দিতে ব্যর্থ হওয়ায় সুইস চীজ কে মৃত্যুদন্ড দেয়া হয় । ছেলের মৃত্যুতে মাদার কারেজ দুঃখে আর হতাশায় ভেঙে পড়ে ।

এর কয়েক বছর পর, কিছুদিনের জন্য যুদ্ধবিরতি দেয়া হয় । স্বল্পকালীন যুদ্ধবিরতিতে যুদ্ধহীন শান্তির পরিবেশে ব্যবসায় লোকসান হবে এই আশঙ্কায় মাদার কারেজ উদ্বিগ্ন হয়ে পড়ে । কারন যুদ্ধের সুবাদেই তার জীবিকা নির্বাহ হয় । ওদিকে যুদ্ধবিরতির সময়ে এলিফ কে গ্রেফতার করা হয়। তার অপরাধ ছিলো এক কৃষককে আক্রমণ করে তার গৃহিণীকে হত্যা এবং তার গবাদিপশু লুন্ঠন করা ।

এই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অর্থাৎ এলিফ যুদ্ধ চলাকালে যে কাজের জন্য প্রশংসিত হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে তাকে ওই কাজের জন্যই মৃত্যুদণ্ড দেয়া হলো। এলিফের মৃত্যুর ব্যাপার টা মাদার কারেজ কখনোই জানেনি । তাকে জানতে দেয়া হয়নি ।

শেষ পর্যন্ত ঘটনাক্রমে ক্যাট্রিনেরও মৃত্যু হয় ক্যাথলিকদের হাতে । ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টদের এই যুদ্ধের সর্বনাশী থাবায় মাদার কারেজ একে একে তার তিন সন্তানকেই হারিয়েছে । যুদ্ধ তার জীবনের সবকিছু হরণ করে কেবল অবশিষ্ট থাকে তার “”খাবার গাড়িটি””। অতঃপর সেই সর্বভুক যুদ্ধ আর মাদার কারেজের জীবন সমান্তরালে এগিয়ে চলে । Mother Courage and Her Children Bangla Summary

Character Analysis of Mother Courage and Her Children

Mother Courage (মাদার কারেজ)

এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মাদার কারেজ । তার প্রকৃত নাম অ্যানা ফিয়ার্লিং (Anna Fierling) । তার সাহসিকতা পূর্ণ কাজের জন্য তাকে মাদার কারেজ (জননী সাহসিকা) নাম দেয়া হয়। মাদার কারেজের দুই ছেলে ও এক মেয়ে ।

Eilif (এলিফ)

মাদার কারেজের বড় ছেলের নাম এলিফ ।

Swiss Cheese (সুইস চীজ)

মাদার কারেজের ছোট ছেলে সুইস চীজ। তার আসল নাম ফিয়স (Feyos) ।

Kattrin (ক্যাট্রিন)

মাদার কারেজের মেয়ে ক্যাট্রিন । তার আসল নাম- ক্যাথেরিন (Catherin) । ক্যাট্রিন বোবা ও এক যুবতী মেয়ে ।

The Chaplain (চ্যাপলিন)

চ্যাপলিন একজন পাদ্রী । তিনি ভন্ড ও ভীতু প্রকৃতির লোক । চ্যাপলিন মাদার কারেজ কে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মাদার কারেজ তা প্রত্যাখ্যান করেন ।

The Cook (দি কুক)

অনেক চালাক, আত্মকেন্দ্রিক ও বাস্তববাদী একজন লোক। তাকে ‘ডন জুয়ান’ বলে আখ্যায়িত করা যায় কারন মহিলাদের তিনি সহজেই প্রেমের ফাদে ফেলতে পারে ।

Yvette Pottier (ইভেট পোটিয়ার)

তিনি একজন শিবির পতিতা, যিনি যুদ্ধের মধ্যেই নিজের ভাগ্য গড়ে নিয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এক বৃদ্ধ কর্নেল এর সম্পদের উত্তরাধিকারী হয়েছে । Mother Courage and Her Children Bangla Summary

Leave a Comment