Jane Eyre Bangla Summary | 1st to Last Right

Jane Eyre Bangla Summary

উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই, জেন আয়ার,‌ একজন ১০ বছর বয়সী অনাথ শিশু, যে গেটসহেড এ তার মামী মিসেস সারাহ রীডের বাসায় থাকতো । তার মামী ছিল অত্যন্ত নিষ্ঠুর একজন মহিলা আর জেন আয়ার ছিল তার দু’চোখের বিষ । মিসেস রীডের দুই মেয়ে জর্জিয়ানা ও এলিজা আর এক ছেলে জন । মায়ের মত তারাও জেনকে ঘৃণা করত । এক্ষেত্রে জন যেন সবাইকে ছাড়িয়ে গিয়েছিল । সে সারাদিন সুযোগ খুজতো কিভাবে জেনকে তুচ্ছতাচ্ছিল্য ও আঘাত করে তার জীবনটা বিষিয়ে তোলা যায় । এই বাড়িতে দয়া যদি কারো কাছ থেকে পেয়ে থাকে সে হল তাদের বাড়ির পরিচারিকা মিস বেসি ।

এমনি একদিন জেনকে পর্দার আড়ালে লুকিয়ে বই পড়তে দেখে জন তাকে এতিম বলে খোটা দেয় । এটাও বলে যে তাঁরা বাবা তার জন্যে ফুটো পয়সাও রেখে যায়নি । যদি তাদের বাসায় না থাকতো তাহলে জেনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হত । শেষে তার হাত থেকে বইটা নিয়ে তার মাথায় ছুঁড়ে মারে । ফলে কপাল কেটে রক্ত বের হয়ে যায় । রাগের মাথায় জেন তাকে আচড়ে দেয় । মিস রীড তাকে শাস্তি হিসেবে উপর তলার লাল ঘরে তালাবদ্ধ করে রাখে, যেখানে তার মামা মি. রীড মারা গিয়েছিলেন । জেন এর মনে এই বিশ্বাস ছিল যে, তাঁর মামার আত্মা এই ঘরে ঘুরে বেড়ায় । রাতে সে প্রচণ্ড ভয় পায় ও অজ্ঞান হয়ে যায় । যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে দয়ালু ডাক্তার জনাব লয়েড ও মিস বেসি বসে আছেন । জেন এর মামী ও তার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ায় জনাব লয়েড, জেন এর সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পান । জেন এর মুখে সব কিছু শুনে তিনি মিসেস রীডকে পরামর্শ দেন জেন এর আসলে গেটশেড ভালো লাগছে না । তাকে দূরের কোন স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হয় ।

জেনকে লোউড স্কুলে পাঠিয়ে দেয়া হয় । এই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ছিলেন জনাব ব্রকলহার্স্ট একজন নিষ্ঠুর, অভদ্রভাষী ও দ্বিমুখী চরিত্রের অধিকারী ব্যাক্তি । সে স্কুলের শিক্ষকদের বলতেন মেয়েদেরকে খাবার কম দিতে যাতে তাঁরা পূর্বের ঈশ্বরভক্ত শহীদ ব্যাক্তিদের মত কষ্টসহিঞ্চু হতে পারে । কিন্তু অনুদানের টাকায় তিনি ও তার পরিবার নিয়ে সমৃদ্ধ জীবনযাপন করতেন । লোউড স্কুলে জেন দুইজন শুভাকাঙ্ক্ষী লাভ করে । একজন হল তার বন্ধু মিস হেলেন বার্নস ও আর একজন তাদের শিক্ষিকা মিস মারিয়া টেম্পল । লোউড স্কুলে ক্ষুধা, অনাহার, তীব্র শীতের কষ্ট থাকলেও মিসেস রীডে ও তার ছেলের হাত থেকে মুক্তি পেয়ে জেন এর জীবনে একটা স্বাভাবিকতা ফিরে আসে । কিন্তু একসময় শীতের প্রকোপ আঘাত হানে লোউড স্কুলে । টাইফাস এর আক্রমনে তার প্রাণের বান্ধবী হেলেনসহ স্কুলের প্রায় জনা ত্রিশেক ছাত্রী মারা যায় । এতে এলাকার মানুষের টনক নড়ে । ধনী ব্যাক্তিরা বড় অঙ্কের অনুদান সংগ্রহ করে স্কুলের ব্যাবস্থাপনা ঢেলে সাজায় । জেন এখানে প্রায় ৬ বছর শিক্ষার্থী হিসেবে থাকে । পরে আর দুই বছর এখানেই শিক্ষকতা করে । মিস টেম্পলের বিয়ে হয়ে যাওয়ায় জেন এর এখানে আর মন বসে না । সে পত্রিকায় শিক্ষকতার চাকরির বিজ্ঞাপন দেয় ।

প্রায় সপ্তাহ দুয়েক পরে থর্নফিল্ড  থেকে একটি চিঠি আসে । অ্যাডেল নামে একটি ফরাসী বাচ্চা মেয়েকে লেখাপড়া শেখাতে হবে । অ্যাডেলের প্রাথমিক পরিচয় হল বাড়ির মালিক জনাব রচেস্টার তাকে দত্তক নিয়েছেন । তবে আরেকটি কথা শোনা যায় যে তার মা সেলিনের সাথে জনাব রচেস্টারের প্রেম ছিল । যখন রচেস্টার খেয়াল করে সেলিন এর তার টাকার প্রতি লোভ এবং অবিশ্বস্থ একজন মহিলা, তখন সে অ্যাডেলকে নিয়ে চলে আসে । জেন থর্নফিল্ড গেলে সে স্থানটি তার মনে ধরে যায় । তার ছাত্রী অ্যাডেল এবং বাড়ির তত্ত্বাবধায়ক মিস ফেয়ারফ্যাক্স দুজনকেই তার খুব ভালো লাগে । মাস তিনেক পরে জেন একদিন নদীর ধারে ঘুরতে গেলে তার সাথে জনাব রচেস্টারের দেখা হয়ে যায় । জেন মনে মনে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু বলতে সাহস পায় না ।

একদিন রাতে জেন একটা চিৎকার শুনে বাহিরে বের হয়ে প্রথমে কিছু দেখতে পায় না । জনাব রচেস্টারের ঘরের পাশে গেলে দেখে তার ঘরের ভিতরে আগুন লেগে রয়েছে । মরার মত গভীর ঘুমে আচ্ছন্ন জনাব রচেস্টারকে তিনি ডেকে তুলে আগুনের হাত থেকে রক্ষা করেন । রচেস্টার তাকে জানায় আগুনটা সম্ভবত গ্রেস পুল নামে একজন কাজের লোক লাগিয়েছে । কিন্তু গ্রেস পুল বাড়িতে তার কাজ চালিয়ে যাচ্ছে দেখে জেন বুঝতে পারল, সেদিন রাতে জনাব রচেস্টার ভিতরের পুরো কাহিনী তাকে জানায়নি । এরপর যখন জনাব রচেস্টার বাড়িতে ব্লানশে ইনগ্রাম নামে একজন অর্থলোভী মহিলাকে নিয়ে এলেন, জেন হতাশায় ডুবে গেল । একদিন রাতে জ্যামাইকা থেকে জনাব ম্যাসন নামে একজন লোক এলো । তার উপস্থিতিতে জনাব রচেস্টার বিরক্ত হলেন কিন্তু তার সাথে ঘরে দীর্ঘক্ষন আলাপের পরে একসময় খুশি মনেই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন । Jane Eyre Bangla Summary

রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে এলো জেন । বাড়ির অন্যরা টের পায়নি । জনাব রচেস্টার জেনকে উপরের একটা ঘরে নিয়ে গেলে । যেখানে মি. ম্যাসন আহত অবস্থায় পড়েছিল । মি. রসচেস্টার তাকে বলল মি. ম্যাসন এর আঘাতপ্রাপ্ত শরীরে স্পঞ্জ ধরে রাখতে । তিনি দু ঘন্টার মাঝে ডাক্তার ডেকে নিয়ে আসলেন । রাত পোহাবার আগেই তিনি মি. ম্যাসনকে ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দিলেন । এখানেও জনাব রচেস্টার জেনকে খোলাসা করে কিছু বলেনি ।

কয়েকদিন পরে তাদের বাসায় মীসেস রীডের পরিচারিকা বেসীর স্বামী লীভেন আসে ও তাকে জানায় মিসেস রিড তাকে দেখতে চেয়েছেন । তিনি এখন শয্যাশায়ী । জেন তখন এক সপ্তাহের ছুটি নিয়ে গেটশেডের দিকে যাত্রা করে । মিসেস রীডের কাছে গেলে সে জানায় সে এখনো জেনকে ঘৃণা করে । আরো জানতে পারে জন রীড মদ আর জুয়ার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে । শেষবার এসে তার মায়ের থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল । এর কিছু দিন পরে লন্ডনে সে মারা গিয়েছে । ৫ম সপ্তাহে মিসেস রীড জেনকে ডাকলেন। তাকে জানালেন, তার এক চাচা আছে নাম জন আয়ার । তার একটা চিঠি তাকে দিলেন । যেটা তিন বছর আগে মিসেস রীড পেয়েছিলেন । তিনি আরো বলেন তার চাচাকে তিনি জানিয়েছেন, টাইফাস জ্বরে জেন এর মৃত্যু হয়েছে । সেদিনই তার মামী মৃত্যু বরন করে। Jane Eyre Bangla Summary

More Read: A Tale of Two Cities

জেন থর্নফিল্ডে ফিরে আসে । জনাব রচেস্টার তাকে তার ভালোবাসার কথা জানায়। জেনের বিশ্বাস হয় না । তখন তিনি বলেন আসলে জেন এর ভিতরে ঈর্শা জাগানোর জন্যেই মূলত ব্লানশে ইনগ্রামকে এ বাড়িতে আনা হয়েছিল । যেদিন জেনকে প্রথম দেখেছিলেন, সেদিনই তিনি তাকে ভালোবেসে ফেলেছিলেন । জেনও তাকে তার ভালোবাসার কথা জানায় । ঠিক হয়ে পরের মাসেই তাদের বিয়ে । বিয়ের আসরে তাঁরা যখন শপথ নিবে, এসময় মি. ম্যাসন ও আইনজীবী মি. ব্রিগস এসে চিৎকার করে বলে যে, জনাব রচেস্টারের একজন বউ আছে যার নাম বার্থা ম্যাসন । মি. ম্যাসন দাবি করে যে, সে বার্থা ম্যাসনের ভাই । শুনে মি. রচেস্টার তার দাবী অস্বীকার করে না । পরে তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে গিয়ে দেখায় যে, বার্থা আসলে পাগল । যে ঘরের ভিতরে পাগলামী করছিল, এদিক সেদিক পাগলের মত ছোটা-ছুটি করছিল ।

পরে রচেস্টার তাকে জানায়, তরুণ বয়সে তার বাবা তাকে ধনী বানানোর জন্যে তাকে এক ধনকুবেরের মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন যদিও তিনি জানতেন মেয়েটা (বার্থা ম্যাসন) আসলে একটা পাগল । থর্নফিল্ডের চতুর্থ তলায় রচেস্টার তাকে বন্দী করে রাখতেন এবং গ্রেস পুলকে তার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন । আসলে সেই রহস্যময় আগুন লাগার আসল কারন ছিল বার্থা । কিছুদিন পরে মনের কষ্ট নিয়ে জেন প্রায় খালি পকেটে থর্নফিল্ড ছেড়ে বেড়িয়ে যায় ।

পকেটে মাত্র ২০ শিলিং । মার্শ এন্ড এ পৌছালে তার পয়সা শেষ হয়ে যায় । ক্যারিজ থেকে নেমে খাবার ভিক্ষা করে কিন্তু তাকে কেউ ভিক্ষাও দেয় না । অবশেষে মুর হাউজে তার আশ্রয় হয় । জেন আয়ার নিজের নাম জেন ইলিয়ট বলে তাদের কাছে পরিচয় দেয়। সেখানে সে বাড়িতে মেরি, ডায়ানা ও সেইন্ট জন রিভার্স এর সাথে তার ভালো খাতির হয়ে যায় । জন ছিল একজন পাদ্রী । সে জেনকে মরটনে একটি অবৈতনিক বিদ্যালয়ে চাকরি খুজে দেন । একদিন জন তাকে জিজ্ঞাসা করে লোউড স্কুলের জেন আয়ার নামে কাউকে সে চিনে কিনা । জেন আয়ারের চাচা জনাব জন আয়ার মৃত্যুর আগে তার জন্যে ২০০০০ পাউন্ড রেখে গিয়েছে । জেন তখন নিজের আসল পরিচয় দেয় । তার জন্যে আরো বিস্ময় অপেক্ষা করছিল । জন রিভার্সরা হল তার ফুপাতো ভাই ও বোন । জেন তাৎক্ষনিক সিদ্ধান্তে তার তিন আত্মীয়কে ১৫ হাজার পাউন্ড দিয়ে দেয় । Jane Eyre Bangla Summary

এই অর্থ লাভ করার পর জন রিভার্স ভারতে একজন মিশনারী হিসেবে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জেনকে বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু জেন তার প্রস্তাবে রাজী হয় না কারন সে এখনো মি. রচেস্টারকে ভালোবাসে । সে আরো ভাবতে থাকে । এক রাতে তার কাছে মনে হল যেনো মি. রচেস্টার তাকে ডাকছেন । তড়িৎ সিদ্ধান্তে সে থর্নফিল্ডে যায় এবং সেখানে গিয়ে দেখে থর্নফিল্ড নামক বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে । মি. রচেস্টার এর পাগল স্ত্রী বার্থা ম্যাসন আগুন লাগিয়েছে এবং এর সাথে সে নিজেও পুড়ে মারা গেছে । Jane Eyre Bangla Summary

রচেস্টার তার পরিচারিকা ও কাজের লোকদের বাচাতে পেরেছেন কিন্তু এর সাথে নিজের দৃষ্টিশক্তি ও এক হাতের কর্মশক্তি হারিয়েছেন । রচেস্টার তখন ফার্নাডিনে ছিলেন । জেন সেখানে যান এবং অন্ধ ও এক হাতের কর্মশক্তিহীন রচেস্টারকে বিয়ে করেন । জেন যখন এই অটোবায়োগ্রাফী লিখছিলেন, তখন তারা দুজনে একসাথে ১০ টি আনন্দময় বছর পার করেছেন । স্কুল থেকে এডেলকেও জেন বাসায় নিয়ে আসে । দুই বছরের মাথায় রচেস্টার তার এক চোখে কিছুটা আলো ফিরে পেয়েছেন ও তাদের সদ্যজাত সন্তানকে দেখার সৌভাগ্য অর্জন করেন । Jane Eyre Bangla Summary

Characters of Jane Eyre

Jane Eyre

জেন আইয়ার- উপন্যাসের নায়িকা ও বর্ণনাকারী । জেন হলেন এক বুদ্ধিমান, সৎ, সরল-বৈশিষ্ট্যযুক্ত যুবতী, যে নিপীড়ন, বৈষম্য এবং কষ্টের সাথে লড়াই করতে বাধ্য হয়েছিল ।

Mrs. Reed

মিসেস রিড জেনের নিষ্ঠুর মামী, যিনি জেনকে দশ বছর বয়সে স্কুলে না পাঠানো পর্যন্ত গেটসহেডহলে তাকে পালন করেছিলেন ।

Eliza Reed

মিসেস রিডের মেয়ে । এবং জেনের কাজিন, সে জেনের সাথে নিষ্ঠুর আচরন করতো ।

Georgiana Reed

মিসেস রিডের মেয়ে । সে তার বোন Eliza Reed এর চেয়ে বেশি সুন্দরী ।

John Reed

মিসেস রিডের ছেলে ।

Bessie Lee

বেসি লি গেটসহেডের চাকরানী, যিনি মাঝে মাঝে জেনকে তার বিনোদনমূলক গল্প এবং গানগুলি শুনিয়ে সান্ত্বনা দিতেন ।

Helen Burns

হেলেন বার্নস লোউড স্কুলে জেনের খুব কাছের বন্ধু । Jane Eyre Bangla Summary

Mr. Brocklehurts

মি. ব্রকলহার্টস লোউড স্কুলের পরিচালক । তিনি কৃপন, নীচ স্বভাবের লোক।

Maria Temple

লোউড স্কুলের সুন্দরী সুপারিন্টেন্ডেন্ট । তিনি জেন এর প্রতি যত্নশীল ছিলেন ।

Miss Miller

লোউড স্কুলের একজন শিক্ষিকা ।

Miss Smith

লোউড স্কুলের একজন শিক্ষিকা ।

Miss Scatcherd

লোউড স্কুলের ইতিহাস ও গ্রামারের শিক্ষিকা । সে শিক্ষার্থীদের প্রতি নির্দয় ছিলেন । Jane Eyre Bangla Summary

Mrs. Fairfax

থর্নফিল্ডের গৃহকর্মী । তিনি দয়াশীল ছিলেন ।

Edward Rochester

রচেস্টার হলেন থর্নফিল্ডের মালিক এবং জেন আইয়ারের প্রেমিক । উপন্যাসের শেষে রচেস্টার ও জেন আইয়ার বিয়ে করেন ।

Bertha Mason

রচেস্টারের পাগল স্ত্রী ।

Richard Mason

Bertha Mason এর ভাই ।

Grace Poole

থর্নফিল্ডে Bertha Mason এর রক্ষক ছিলেন গ্রেছ পোল । তিনি Bertha কে দেখাশোনা করতেন।

Adele Varens

থর্নফিল্ডে জেনের ছাত্রী এডেল । রচেস্টার তাকে দত্তক নিয়েছিল ।

Celine Varens

Celine এডেলের আসল মা । এবং রচেস্টারের প্রাক্তন প্রেমিকা ।

Blanche Ingram

একজন সুন্দরী মহিলা যিনি রচেস্টারকে তার টাকার জন্য বিয়ে করতে চান ।

Mr. Lloyed

মি. লয়েড একজন ঔষধ বিক্রেতা যিনি জেনকে স্কুলে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন ।

St. John Rivers

তিনি মরটনের পাদ্রী । Diana ও Mary এর ভাই । জন রিভার্স জেনকে বিয়ে করতে চেয়েছিল ।

Diana Rivers

জন রিভার্স এর বোন । জেনের কাজিন ।

Mary Rivers

জন রিভার্স এর বোন । জেনের কাজিন ।

Jane Eyre Bangla Summary

Leave a Comment