Bangla Summary of Easter 1916 | Read right now

Bangla Summary of Easter 1916

ইসটার ১৯১৬ (Easter 1916) কবিতাটি রচনা করেছেন উইলিয়াম বাটলার ইয়েটস (W. B. Yeats).  তিনি একজন আইরিশ কবি ও নাট্যকার ছিলেন। শুধু এতেই সীমাবদ্ধ নয় তিনি বিশ শতকের সাহিত্যাঙ্গণের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। Easter 1916 কবিতাটি তিনি ৪টি স্তবকে বিভক্ত করেছেন। এই কবিতার বিখ্যাত লাইন হচ্ছে “All changed, changed utterly, A terrible beauty is born”.

Important information:

এই কবিতায় ১ম ও ৩য় স্তবকে ১৬ লাইন ব্যবহার করার মাধ্যমে কবি ১৯১৬ সালকে বুঝিয়েছেন। এই কারণ হলো সেদিন অথাৎ ১৯১৬ সালে ১৬ জন বিপ্লবী নিহত হয়েছিলেন। আর কবিতাটি ৪ স্তবকে বিভক্ত এইটার দ্বারা বুঝানো হয়েছে ইংরেজির চতুর্থ মাস এপ্রিলকে। এবং ২য় ও ৪র্থ স্তবকে ২৪ লাইন ব্যবহার করার মাধ্যমে কবি বুঝিয়েছেন যে ১৯১৬ সালের ২৪ তারিখে বিদ্রোহ শুরু হয়েছিল।

Bangla Summary of the Easter 1916

Easter 1916 কবিতাটি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ইস্টার বিদ্রোহের বিভিন্ন ঘটনাবলিকে কেন্দ্র করে রচনা করা হয়েছে। এটি মূলত ইস্টার বিদ্রোহের একটি প্রতিচ্ছবি। ইস্টার বিদ্রোহ একটি সশস্ত্র বিদ্রোহ ছিল। এই বিদ্রোহটি শুরু হয়েছিল ১৯১৬ সালের ২৪ এপ্রিল আর এই দিনটি ছিল ইস্টার সোমবার। এই বিপ্লবের বিপ্লবীরা আইরিশ কে নতুন স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং বিপ্লবীরা সরকারি ভবন বিভিন্ন কলকারখানা দখল করেন। সেই সময়ে আয়ারল্যান্ড ছিল ব্রিটিশদের অধীনে। এই বিদ্রোহের পরে নেতাদের মৃত্যুদন্ড কার্যকর করাছিল আর W. B. Yeats এই কবিতাটিতে তাদের মৃত্যুকে “Sixteen Dead Men” বলে উল্লেখ করেছেন। (Bangla Summary of Easter 1916)

কবিতার শুরুতে কবি উল্লেখ করেন যে, বিদ্রোহ করতে গিয়ে যে সকল বিদ্রোহীরা মারা গিয়েছে তারা ছিল একেবারে সাধারণ লোক কেউ দোকানে কাজ করতো, কেউ কলকারখানায় কাজ করতো, কেউবা কাজ করতো অফিসে। এই কবিতায় কবি তার ছোটবেলার কিছু বন্ধুকে উল্লেখ করেছেন যারা এই বিদ্রোহে মারা গিয়েছিল। এদের মধ্যে তিনি Constance Markievicz নামক একজন মহিলা, যাকে তিনি কবিতায় That woman বলে কবিতায় উল্লেখ করেছেন।

এখানে কবি তার প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হিসাবে John MacBride কে উল্লেখ করেছেন অর্থাৎ তাঁর প্রেমিকা Maud Gonne এর স্বামীর কথা বলেছেন। কবি John MacBride কে একজন মাতাল, দাম্ভিক ও অসৎ চরিত্র ব্যাক্তি হিসেবে দেখিয়েছেন। কবি বিদ্রোহীদের উদ্দেশ্যের দৃঢ়তা প্রকাশ করার পর, তাদের হৃদয়কে একটি পাথরের সাথে তুলনা করেছেন। কিন্তু কবি Easter 1916 এই  কবিতাটি শেষ করেছেন দ্বন্দ ও নিরর্থকতাকে দেখিয়ে, আর এইটা প্রমান করে যে কবি এই ব্যাপারে রাজনৈতিক বিতর্কে পুরোপুরি অনিচ্ছুক ছিলেন। এপ্রিল মাসকে এই কবিতায় বিদ্রোহের প্রতিচ্ছবি হিসেবে দেখেছেন।

আমরা বলতে পারি যে Yeats শুধুমাত্র কল্পনার জগতে বিভোর ছিলেন না বরং তিনি একজন বাস্তববাদী, সচেতন এবং দেশপ্রেমী ছিলেন। কবির স্বদেশ আয়ারল্যান্ডে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহের প্রজ্বলিত শিখা কবির মনকে ছুঁয়ে যায়।  তিনি আইরিশ বিদ্রোহীদের পক্ষে ছিলেন। ইংরেজরা আইরিশদেরকে ব্যঙ্গ, উপহাসের পাত্র হিসেবে মনে করে এবং আইরিশদেরকে বিদ্রুপ করে। এই সকল অত্যাচারের বিরুদ্ধে আইরিশ বিদ্রোহীরা আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায়  গড়ার সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। কবি তার সকল ব্যক্তিগত অভিমান ভুলে গিয়ে সেই বিদ্রোহীদেরকে স্বাগতম জানান এবং তাদেরকে তাঁর কবিতার পাতায় চিরস্মরণীয় করে রাখেন। (Bangla Summary of Easter 1916)

Bangla Summary of The Lake Isle of Innisfree

Bangla Summary of Sailing to Byzantium


Bangla Summary of The Second Coming

Leave a Comment